আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষন রত থাকেন, যতক্ষন বান্দা তার ভাই এর সাহায্যে রত থাকে

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
মুহতারাম ভাই ও বোনেরা

শুরুতেই মহান আল্লাহর কাছে আপনাদের কল্যাণ ও উন্নতি কামনা করছি। আস-সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সকল শুভাকাক্সক্ষীকে পবিত্র মাহে রামাদানের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাঁর জীবদ্দশায় গড়ে তুলেছিলেন “আস-সুন্নাহ ট্রাস্ট” নামক একটি দ্বীনি দাতব্য প্রতিষ্ঠান।

ট্রাস্টের অধীনে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ১৩টি অঙ্গ প্রতিষ্ঠান। তাঁর ইন্তিকালের পর ৪টি বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। আমরা সর্বাবস্থায় আল্লাহকে আমাদের অভিভাবক মেনে তাঁর উপরেই ভরসা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যেতে সচেষ্ট আছি। আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে দ্বীনি পরিবেশে পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এ বছর করোনা ভাইরাসের মহামারির কারণে সরকারের নির্দেশমত ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানের সকল বিভাগ বন্ধ হয়ে যাওয়াই, শিক্ষক ও স্টাফদের সম্মানী দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে।

এমতাবস্থায় সামর্থবান মুসলিম ভাই-বোনদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। প্রতিষ্ঠানটির অধিকতর উন্নয়নের জন্য আমরা আপনার মূল্যবান পরামর্শ এবং সার্বিক সহযোগিতার ব্যাপারে আশাবাদী। আল্লাহ তায়ালা আমাদের সকলকে রামাদান মাসে সহযোগিতা করার তাওফিক দান করুন। আমিন!। আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম করে”1সূরা নাহল, আয়াত: ১২৮

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- “আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষন রত থাকেন, যতক্ষন বান্দা তার ভাই এর সাহায্যে রত থাকে।”2সহীহ মুসলিম: ৩৮, ৭০২৮ আল্লাহ তা‘আলা আমাদের সকলকে ভাল কাজের সহাযোগিতা করার তাওফিক দিন। আমিন!

প্রিয় ভাই ও বোনেরা, করোনা ভাইরাস দিন দিন বেড়েই চলছে। কিন্তু বিপদ যত বড়ই হোক তা স্থায়ী নয় বরং আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। আল্লাহর ইচ্ছায় আমাদের মুক্তি অতি নিকটেই। সুতরাং আমরা হতাশ ও অধৈর্য না হই বরং আল্লাহর উপর ভরসা রাখি। এবং সরকারের সকল কল্যাণকর সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করি। করোনায় যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন, যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের সুস্থ করুন। আমীন!

বি.দ্র. এখানে যাকাতের টাকাও দেওয়া যাবে।
সাহায্য পাঠানোর ঠিকানা

bKash 01718136962 (Personal), Rocket 01718-1369625, Nagad 01718-136962

আস-সুন্নাহ ট্রাস্ট
MSA Account No. 20501750201900314
Islami Bank Bangladesh Limited
Jhenaidah, Br. Jhenaidah, Bangladesh

AS SUNNAH TRUST ZAKAT
MSA Account No. 20501750201937002
Islami Bank Bangladesh Limited,
Jhenaidah, Br. Jhenaidah, Bangladesh

আস-সুন্নাহ ট্রাস্ট
Account No. 1192002325937
National Bank Limited,
Jhenaidah, Br. Jhenaidah, Bangladesh

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.