আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১)
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)
আব্দুল্লাহ জাহাঙ্গীর-আস সুন্নাহ ট্রাস্ট
সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা আস-সুন্নাহ ট্রাস্ট সে খাতেই ব্যয় করে থাকে। আর সাধারণ তহবিলের অর্থ ট্রাস্ট পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং আস-সুন্নাহ’র দীনি শিক্ষা গবেষণা, প্রশিক্ষণ, মিডিয়া, মানব সেবা ও দাওয়াহমূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায় এই খাতের অর্থ ব্যয় করা হয়।
ব্যাংক অ্যাকাউন্ট তথ্যঃ
অ্যাকাউন্টের নাম : As sunnah Trust
অ্যাকাউন্ট নম্বর : MSA: 20501750201900314
ব্যাংক : Islami Bank Bangladesh ltd
শাখা : Jhenaidah Branch, Jhenaidah.
রাউটিং নাম্বার : 125440640
সুইফট কোড : IBBLBDDH
বিকাশ/নগদ/রকেট : 01718136962