As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6282

বিবাহ-তালাক

প্রকাশকাল: 12 Apr 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কাল রাতে আমার স্বামীর সাথে অনেক তর্ক হয়। একপর্যায়ে তিনি বলেন, আজকে থেকে তোমার সাথে সম্পর্ক শেষ। আবার তর্কের একপর্যায়ে আমি বলি, আমি তোমার কাছে ঠ্যাকা না। তিনি বলেন, তুমি ফ্রি! তালাকের উদ্দেশ্য তার মধ্যে ছিলো না এটা দুজনেই জানি। আমি খুব ভয় পেয়ে যাই এরপর।ভোররাতে খারাপ স্বপ্ন দেখি, দেখি যে-আমার আপন ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। প্রশ্ন হলো: আমাদের তালাক হয়েছে কিনা? এ সম্পর্কে বিধান কি? উল্লেখ্য, আমরা একে অপরের সাথে থাকতে চাই। প্লিজ দ্রুত উত্তর দিবেন। আমি খুব অস্থিরতায় আছি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিয়ত না থাকার কারণে তালাক হয় নি। তবে শব্দগুলো খুইব স্পর্শকাতর। সামনে থেকে সতর্ক থাকবেন, এই ধরণের কথাবার্তা কোনক্রমেই কেউ বলবেন না। মনোমালিন্য হতে পারে, কিন্তু কোন ভাবেই বৈবাহিক সম্পর্ক ছিন্না হয় এমন কোন কথা-বার্তা বা আকার ইঙ্গিত করবেন না। পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।