As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5408

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 Nov 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার একটি শখ বা ভালোলাগার বিষয় হল, বিভিন্ন দেশের ব্যাংকনোট ও মুদ্রা সংগ্রহ করা। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে স্মারক নোট ও মুদ্রা ছাপিয়ে থাকে এবং বিক্রয় করে থাকে। এসব নোট ও মুদ্রা অধিক দামে (যেমন, ৪০ বা ৬০ টাকার একটি নোট ১০০ টাকায়) কেনা জায়েজ হবে কি? এছাড়া প্রচলিত নোট বা মুদ্রা সংগ্রহে রাখার উদ্দেশ্যে অধিক মূল্যে ক্রয় করা যাবে কি?

উত্তর

না, এক জাতীয় মুদ্রাকে কোন উদ্দেশ্যই কম-বেশী করে কেনা যাবে না। যেমন, টাকার বিনিময়ে টাকা, ডলারের বিপরীতে ডলার।তবে টাকার বিনিমেয়ে ডলার বা রুপি কিনতে কোন সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।