As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5145

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Mar 2020

প্রশ্ন

কোন বাবা যদি তার মেয়ের শরীরের প্রতি লোভ করে, সুযোগ পেলে শরীরে হাত দেয়,তাহলে সেই বাবার প্রতি মেয়ের আচরণ কেমন হওয়া উচিৎ, মেয়ে কি সেই বাবার সামনে পর্দা করবে,তার সাথে তার কি রকম আচরণ করা উচিত।

উত্তর

এটা তো খুবই জঘন্য কাজ। মেয়ে যদি নিজের বাার কাছেই নিরাপাদ না থাকে তাহলে কোথায় যাবে? যাই হোক সেই মেয়ে বাবার সাথে একাকী বাড়িতে, ঘরে থাকবে না। বাবার থেকে দূরে দূরে থাকবে। সম্ভব হলে অন্য কোন বাড়িতে থাকবে যেখানে তার বাবা থাকবে না। তার সাথে কথাও বলবে না, অন্য গায়রে মাহরাম পুরুষের মত আচরণ করবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।