As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4860

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 May 2019

প্রশ্ন

আসসালমুআলাইকুম, শায়খ, আমি আমার পছন্দে একটি মেয়ে কে এক বসর পূর্বে বিবাহ করি। মেয়েটি বিবাহর আগে তেমন একটা ধার্মিক ছিলো না। আমার পরিবার একটি ধার্মিক পরিবার এবং এ কারণে তারা আমার বিবাহতে রাজি ছিলো না। মেয়েটি আমাকে বিবাহর আগে বলে ছিলো, সে ধার্মিক হতে চায়। আলহমদুলিল্লাহ, সে পর্দা, নামাজ, রোজা এখন করে। কিন্তু, তার বদ অভ্যাস হচ্ছে সে রেগে গেলে অশ্লীল এবং নোংরা ভাষায় গালি গালাজ করে। আমার পরিবার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত এই বিবাহ ভাঙার জন্য চেষ্টা করেছে। এ কারণে ও নানা সময়ে আমার পরিবারের লোকজনকে ফেইসবুকে মেসেজ দিয়ে গালিগালাজ করে। এ বিষয়ে আমার সাথে বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। এ সকল কারণে আমার ফ্যামিলির এক ধরণের প্ররোচনায় আমি তাকে দুইবার তালাক দেই। দ্বিতীয় তালাক দেই গতমাসে। এখন সমস্যা হচ্ছে সে দুই মাসের অন্তঃসত্ত্বা। সে আমাকে অনেক ভালোবাসে, সে চায় আমি তার সাথে সংসার করি। আমি দ্বিতীয় তালাক দিতে চাই নি, আমি তখন জানতাম সে প্রেগন্যান্ট। কিন্তূ আমার পরিবার আমার প্রতি জোরাজুরি করে। আমার ফ্যামিলি কে আমি ওয়াদা করি অমি তার কাছে আর ফিরে যাবো না। সে নিজের জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু তার বদ্মমেজাজি সভাব টা আছে। আমি এই নবাগত সন্তানের কথা চিন্তা করে সংসার টা আবার করতে চাই। কিন্তু আমার পরিবার কিছুতেই চায় না আমি এখানে আগাই। তারা আমাকে নতুন জায়গায় বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এখন শরিয়তের আলোকে আমার কি করা উচিৎ, জানালে আমি ভীষন উপকৃত হব। জাজাকা আল্লাহু খায়রান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথমে পরিবারের কথা অনুযায়ী বিবাহ না করলে ভালো হতো। বিয়ে করার পর এসব ঠুনকো অযুহাতে তালাক দেওয়া চরম অন্যায়। আপনার স্ত্রীর বদ মেজাজের জন্য আপনার পরিবারের অন্য লোকেরাও যখন দায়ী তখন শাস্তিটা শুধু স্ত্রীকে দেওয়া আদৌ ভালো মানুষের কাজ নয়। বিয়ে হওয়ার পর বিয়ে ভাঙার চেষ্টা করতে হয় না, বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়। আপনার পরিবার এই অন্যায় কাজটি করছে আর আপনি তাদের যোগ্য সঙ্গ দিচ্ছেন। আপনার পরিবার ঠিক না হলে আপনার স্ত্রীর মেজাজ আপনি খুব একটি পরিবর্তন করতে পারবেন, এটা ভাবা বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং পরিবারকে বুঝান, বিয়ে যখন হয়ে গেছে এখন কিভাবে টিকিয়ে রাখতে হবে, সেই চিন্তা করতে হবে। তাছাড়া তালাক দিলে আপনার বাচ্চা চিরদিনের জন্য পিতার স্নেহ থেকে বঞ্চিত হবে আপনাদের হঠকারী সিদ্ধান্তের কারণে। সুতরাং আপনি নতুন করে কোন দিন আর তালাকে কথা মনে নিয়ে আসবেন না। সংসার অব্যাহত রাখুন। দুনিয়ার জীবনে সুখ-দু:খ আসবে যাবে, চিরসুখ দুনিয়াতে কোনদিন পাবেন না। আল্লাহর কাছে ভালো থাকার দোয়া করুন। আমরাও আপাদের কল্যানের জন্য দুআ করি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।