As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4623

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Sep 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটি লাইভ স্ট্রিমিং এপসে কাজ করি। এপটির নিয়ম সংক্ষেপে বলিঃ প্রত্যেক মাসে ৫০ ঘন্টা লাইভ ভিডিও এবং মাসে ১০ লক্ষ কয়েন আর্ন করলে মাসে একটা স্যালারি দেয়। কয়েনগুলো ২ ভাবে আর্ন করা যায় ১ গেম খেলে ২.কেউ গিফট করলে। গেমঃগেম গুলো অনেকটা জুয়ার মতো। ৩ ঘর থাকবে আপনি যেকোন ২ ঘরে টাকা দিয়ে কেনা কয়েন ধরলেন Than যে ঘর উঠবে স্কিনে সেইটাতে যদি আপনি কয়েন দিয়ে ধরে থাকেন তাহলে আপনি কয়েন পাবেন। আর যারা গেম খেলবে না তাদের কয়েন আর্ন অনেক কষ্টকর। মানুষের কাছে হাত পাত্তে হয়,ছোট হতে হয়! মেয়ে হলে তো কথাই নেই। (যা আমার কাছে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ঠের অন্যতম গুরুতর কারন মনে হয়)
গেম বুঝা যায় স্পষ্টত জুয়া। এখন কেউ যদি ওই জুয়ায় আর্নকৃত কয়েন আমাকে গিফট করে অথবা আমি কোন গেমারকে টাকা দিয়ে কন্টাক করি তাহলেে এই টাকা কি আমার জন্য হালাল হবে?
আমরা তো জানি হারাম উপার্জনের দুয়া কবুল হয় না। অনেক চিন্তিত আছি প্লিজ আমাকে একটু জানান?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা সম্পূর্ণ হারাম। এটা ইনকামের কোন হালার সোর্স নয়। পৃথিবীতে হালাল উপার্জনের অনেক পন্থ আছে, সেগুলো গ্রহণ করুন। এই কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।