As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4017

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 Jan 2017

প্রশ্ন

আমি বিটিভিতে কম্পিউটার অপারেটর পদে প্রশাসন শাখায় চাকরি করি। আমরা একসাথে ৯জন মহিলা এবং ১৪জন পুরুষ কাজ করি। কর্মক্ষেত্রে আমার মুখ এবং হাতের আঙ্গুল দেখা যায়। বাকি অংশ ঢেকে রাখি। তাহলে কি আমি চাকরি করতে পারব।

উত্তর

এই বিষয়ে একটি প্রশ্নের জবাবে ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গী রহি. বলেন, একান্ত বাধ্য না হলে পুরুষদের মধ্যে কোনো অবস্থাতেই চাকরী করা ঠিক নয়। পোশাকের পর্দা ছাড়াও পর্দার একটি বড় দিক নারী-পুরুষের একত্রে অবস্থান বর্জন করা। একান্ত বাধ্য হলেই শুধু নিজের পোশাকের পরিপূর্ণ পর্দাসহ চাকরী করবেন এবং সাথে সাথে পুরুষ সহকর্মীদের সাথে বা পাশে বসা ও তাদের সাথে খোশগল্প সম্পূর্ণ বর্জন করবেন। এরূপ গল্পগুজব ক্রমান্বয়ে অন্তর থেকে তাকওয়া দূর করে দেয়, এমনকি পারিবারিক জীবনও ভাল লাগে না; বরং কর্মস্থলে এসে গল্প করতেই অধিক ভাল লাগে। এগুলো মুমিন-মুমিনার জন্য অত্যন্ত কঠিন অবক্ষয়। আর মুখ খুলে রাখা পরিপূর্ণ পর্দা বলে মনে হয় না। পোশাকের পর্দার সাথে সাথে হৃদয়ের পর্দাও জরুরী। আশা করি বুঝতে পেরেছেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।