As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3516

সালাত

প্রকাশকাল: 15 Sep 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আশা করি ভালো আছেন। আমি সহীহ শুদ্ধ ভাবে নামায আদায় করতে চাই৷ কিন্তু চারিদিকে এত এত মতভেদ কেউ বলে এটা এভাবে আবার অন্য জন বলে এভাবে নয়। এমতবস্থায় আমার করণীয় কি? সহীহ শুদ্ধ নামায নিয়ে স্যার (রহঃ) এর কোনো বই আছে কি? না থাকলে আমি কিভাবে সহীহ নামায আদায় শিখতে পারি? দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের দুয়েকটি বিষয়ে দুই ধরেণের সুন্নাত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এই সমস্ত জায়গাতে যে কোন একটি সুন্নাত পালন করলেই হবে। যেমন, রাফয়ে ইয়াদায়ন করা বা না করা, আমীন স্বশব্দে বা নিঃশব্দে বলা ইত্যাদি। এই নিয়ে বেশী টেনশন করার দরকার নেই। আপনি স্থানীয় কোন আলেমের থেকে নামাযের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। রাহে বেলায়াত এবং মুসলমানী নেসাব বইয়ে স্যর রহি. নামায নিয়ে আলোচনা করেছেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।