As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3191

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 Oct 2014

প্রশ্ন

স্যার, প্রভিডেন্ট ফান্ডের মূল + সুদের টাকা সম্পর্কে বলবেন কি? এটা সরকারি চাকুরিজীবীদের জন্য হালাল না হারাম।

উত্তর

প্রভিডেন্ট ফান্ডের মূল টাকা এবং লাভের টাকা চাকুরিজীবীদের জন্য হালাল। যেহেতু তারা ইচ্ছাকৃত ঐ ফান্ডে টাকা রাখে না বরং বাধ্যতামূলক সরকার রেখে দেয় তাই ঐ টাকার প্রকৃত মালিক তারা হয় নি বলে বিবেচ্য। যখন টাকা হাতে পাবেন তখন তার মালিক হবেন। সুতরাং ঐ টাকার সুদের গুনাহ তাদের হবে না। লাভসহ সব টাকা নিতে পারবে। তবে ইচ্ছাকৃত প্রভিডেন্ট ফান্ডে অতিরিক্ত টাকা রাখলে সেই টাকার সুদ নেওয়া হারাম। প্রয়োজনে 01762629405

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।