As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3183

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 Oct 2014

প্রশ্ন

আসসালামলাইকুম অর রহমাতুল্লাহ, পারিবারিক কিছু বিসয় নিয়ে আমার ভাইদের সাথে আমার তরক/বিতক হতে পারে, আমি সবার ছোট ভাই আমি কি তাদের সাথে অন্যায় কথার প্রতিবাদ করতে পরব কি না? বিসয়টা মা / বাবা প্রাসংঙ্গিক। জাকাকামুল্লাহ খায়ের.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অন্যায়ের প্রতিবাদ করা তো প্রত্যেকের মূমিনের উপর ফরজ। সুতরাং প্রতিবাদ অবশ্যই করবেন, তবে বেয়াদবী যেন না হয়, সেটা খেয়াল রাখবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।