As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2591

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Mar 2013

প্রশ্ন

আমার প্রশ্ন হচ্ছে, আমি একটানা ৬,৭ মাস সুরা মুলক নিয়মিত রাতে এশারের নামাজের পর পড়তাম। পরে আমি এক শায়খ এর লেকচার এ শুনেছি যে এটা নাকি দুর্বল হাদিস। । । তাই ২ মাস যাবত আর পড়ি না। । এরপর যখন আর একজন শায়খ সুরা মুলক এর ফজিলত বললেন তখন আমার মনে হয়েছে যে হয়ত বাদ দেয়াটা উচিত হয় নি। । তাহলে কি আমার আমলটা নষ্ট হয়ে গেল? এখন যদি আবার শুরু করি তাহলে কি আমলটা নিয়মিত বলে গণ্য হবে একটু জানাবেন? plz.

উত্তর

উত্তম: দূর্বল হওয়ার অর্থ কি এটা যে, আমল বাদ দিতে হবে । এই ধরণের আমল দূর্বল হাদীস দ্বারা করা যায়। আর আগে যখন পড়তেন তখন সওয়াব হতো এখন পড়লে আবার সওয়াব হবে, কোন আমলই নষ্ট হবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।