As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2517

বিবিধ

প্রকাশকাল: 20 Dec 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
কেউ যদি কোরআন পড়ার জন্যে উদূ করে;অতপর পড়া শুরু করে। কিছুক্ষন পর যদি বায়ু ত্যাগের কারণে উদূ ভেঙে যায়;এরপর আবার উদূ করে পুনরায় পড়া শুরু করে এবং আবার যদি উদূ ভেঙে যায় অতপর পুনঃ পুনঃ বার ১ম ঘটনার পুনরায়ন ঘটে তবে সে কিভাবে কোরআন পড়বে? [শুধু আরবি-বাংলা অনুবাদের কোরআন এ অবস্থায় পড়া জায়েজ আছে কি?]

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওযু ভেঙ্গে গেলেও দেখে কুরআন পড়া যায়। তবে হাত দেয়া যাবে না। সুতরাং বেশী সমস্যা হলে হাত দিয়ে না ছুঁয়ে কুরআন পড়বে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।