As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2405

নামায

প্রকাশকাল: 30 Aug 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। স্যার এর ১ টি lecture শুনলাম, যেখানে sir এর ব্যক্তিগত আমল হল সুরা ফাতিহা পড়া যেখানে ইমাম নিশ্চুপে পড়ে।আমি sir (রঃ) এর মতটাকে বেশি পছন্দ করেছি।আমার জানার বিষয় হল যে এশার ৪ রাকাত নামাজের প্রথম ২রাকাতে আমি কোন কেরাত পড়বো না, শুধু শুনব।আবশিস্ট ২ রাকাতে সুরা ফাতিহা পড়বো নাকি পড়বো না? আনুরুপভাবে জহরের নামাজে কি শুধু প্রথম ২ রাকাতে নাকি ৪ রাকাতেই সুরা ফাতিহা পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শেষ দুই রাকআতে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন আবার নাও পড়তে পারেন। যে পদ্ধতিতেই আমল করুন সমস্যা নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।