As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2132

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 Dec 2011

প্রশ্ন

১। বডি স্প্রে, আতর বা সেন্ট ব্যবহার কি সুন্নাত? বডি স্প্রে বা আতর এর মধ্যে পার্থক্য কতটুকু?
২। বিড়ি, তামাক, জর্দা, গুল এগুলি কি হারাম খাবার? এ বিষয়ে সৌদি ফতোয়া বোর্ডের কি কোন ফতোয়া আছে? বিস্তারিত জানালে উপকৃত হব, খুবই প্রয়োজন।

উত্তর

১। বডি স্প্রের ভিতরে যদি কোন হারাম পদার্থ না থাকে তাহলে তা আতরের হুকুমে। আর যদি থাকে তাহলে তা বর্জন করতে হবে। ২। এগুলো মূলত হারাম। অনেকেই মাকরুহ তাহরীমা বলেন। এটাও হারামের পর্যায। জর্দা সম্পর্কে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর একটি ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=oDHvhVbC80U

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।