As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2123

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 Nov 2011

প্রশ্ন

১। হালাল পশুর (গরু বা মহিশ) কোন কোন অংশ হারাম অথবা মাকরুহ?

উত্তর

ফকীহদের অনেকে হালাল পশুর নিচের ৭টি অঙ্গ খাওয়াকে হারাম বলেছেন। যথা- ১- প্রবাহিত রক্ত। ২- নর প্রাণীর পুং লিঙ্গ। ৩- অন্ডকোষ। ৪- মাদী প্রাণীর স্ত্রী লিঙ্গ। ৫- মাংসগ্রন্থি। ৬- মুত্রথলি। ৭- পিত্ত। আবার অনেকে প্রবাহিত রক্ত বাদে অন্যগুলো খাওয়া জায়েজ বলেছেন। কারণ হাদীসে অন্যগুলো না খাওয়ার ব্যাপারে কোন বক্তব্য আসে নি। তবে এগুলো না সতর্কতা হিসেবে এগুলো না খাওয়া উচিত। বিস্তারিত জানতে দেখুন: https://islamqa.info/ar/126343 http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=114674

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।