As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2072

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 Oct 2011

প্রশ্ন

আমাদের বাসায় রাত ১১.৩০ এর পর আতর গোলাপ, আগরবাতির গ্রান আসে । সারা রাত শে গ্রান থাকে। সকাল হলে সে গ্রাতি চলে যায়।আগে বারান্দায় দাঁড়ালে সে রকম গ্রান আসত । প্রায় ২ মাস যাবত। এখন ৭ দিন ধরে ঘরের ভিতর এত গ্রান আসে, মনে হয়, আমরা ঘরেই আতর গোলাপ, আগরবাতি জ্বালিয়েছি । বাসার সবাই চিন্তিত। আমি আয়াতুল কুরসি,৪ কুল পরে ঘুমানোর চেষ্টা করি । কয়েক দিন আয়াতুল কুরসি পরে ঘরে ফু দিয়েছি। আপনার মতামত জানতে চাই।

উত্তর

এটা অলৌকিক কিছু নয়, দেখুন আপনাদের বাসায় পাশে কোথাও এগুলো করা হয়। প্রয়োজনে স্থানীয়ও কোন আলেমকে বিষয়টি জানান।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।