As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2019

নামায

প্রকাশকাল: 10 Aug 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ – প্রথমে আমার ভুল ক্ষমা করবেন । আমি নামায এর প্রথম তাকবির থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত কোথায় কোন দোয়া বা কি কি করবো এসম্পর্কে সঠিক তথ্য সংক্ষিপ্ত করে আমায় দোয়া করে জানাবেন । যেমনঃ-
১_রুকুতে কোন দোয়া?
২_ সিজদায় কোন দোয়া বা কোনটা পড়বো?
৩_দুই সিজদায় মাঝখানে কোন দোয়া পড়বো?
৪_ দ্বিতীয় রাকাত শেষ করে প্রথমে কখন কোন দোয়া বা সুরা তারপর কোন দোয়া পড়বো তারপর কোনদোয়া? এবং অন্যান্য কিছু
আমার ভুল ত্রুটি ক্ষমা কবেন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার প্রশ্নের উত্তর লিখে শেষ করা কষ্টকর। তাই আপনি স্থানীও কোন আলেমের কাছ থেকে জেনে নিন। অথবা ফোন করুন 01734717299

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।