As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1862

শিরক-বিদআত

প্রকাশকাল: 6 Mar 2011

প্রশ্ন

আমার প্রশ্ন, যেখানে রাসুলুল্লাহ (স) বলেছেন, সকল নব উদ্ভাবিত কাজ থেকে বেঁচে থাকবে, কারণ প্রত্যেক বিদয়াতই পথভ্রষ্টতা, তাহলে কেন ফকীহগণ বিদয়াতকে দুই শ্রেণিতে বিভক্ত করেছেন (হাসানা ও সাইয়িআত) আর কিছু কিছু বিদয়াতকে হাসানা বলে তাকে জায়েজ করেছেন?

উত্তর

পরিভাষায় বিদআত দুই প্রকার নয়। বিদআত সবই পরিতাজ্য। বিস্তারিত জানতে পড়ুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত এহইয়াউস সুনান বইটি।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।