As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1371

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 31 Oct 2009

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমার কিছু আত্মীয় সুদী কারবারে জড়িত। তারা যখন বাসায় কোনো খাবার নিয়ে আসেন, আমি এবং আমার বোন সেই খাবার না খাওয়ার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে তারা জানে না আমরা এসব খাবার খাই না। তারা প্রায়ই আমাদের জন্য প্রচুর খাবার নিয়ে আসেন। অবস্থা এমন যে তাদেরকে আমাদের পক্ষে নিষেধ করা সম্ভব না। এই খাবারগুলো পরবর্তীতে নষ্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কোনটা উত্তম তাদের আনা খাবার খাওয়া নাকি খাবার নষ্ট করা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এক্ষেত্রে আপনার প্রথম করণীয় কৌশলে তাদেরকে সুদ থেকে বিরত থাকতে বলা। সুদের গুনাহের ভয়াবহতা তাদেরকে বোঝানো। সরাসরি সম্ভব না হলে যেভাবে সম্ভভ সেভাবে। আর তাদের খাবার আপনি গরীব মানুষদেরকে তাদের অগোচরে দিয়ে দিবেন। আপনারা খাবান না আবার নষ্টও করবেন না। আশা করি সমাধান পেয়েছেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।