As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1277

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Jul 2009

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। এর আগের প্রশ্ন গুলি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি পশ্চিমবঙ্গে থাকি আমার একজন প্রিয় কাছের মানুষ নামজ পড়েনা, এবং কোন ইসলামিক আলচনা শুনতে যায়না, আমি sir এর কিছু ভিডিয় মোবাইলে নিয়ে দেখায় এই কথা গুলি মোনযোগ দিয়ে শোনে এবং পরে ওনার কথা গুলি বলে, আমি বলতে চাইছি, sir এর এমন কিছু ভিডিয় বা অডিও দিন নামাজ পড়তেই হবে এই বিষয় আমি শোনাতে পারি সেটা youtub বা আপনাদের websit থেকে নিতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই বিষয়ে স্যারের লম্বা কোন আলোচনা এই মুহুর্তে পাচ্ছি না। পেলে পরবতীর্তে জানাবো। তবে ৬ মিনিটের এই আলোচনাটা দেখতে পারেন। ঠিকানা: অন্য একজন প্রসিদ্ধ আলেমের আলোচনা দেখতে এই লিংকে যান। https://www.youtube.com/watch?v=gogQWZpAOv0

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।