As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7378

জায়েয

প্রকাশকাল: 3 Dec 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম,আমি একজন মেয়ে।আমরা তিন বোন ।কোন ভাই নেই।দুইবোনের বিয়ে হয়ে গেছে।আমার আব্বুর বয়স হয়েছে । আমরা তিন বোন ছাড়া আব্ব্বু আম্মুকে দেখার আর কেউ নেই।আপুরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত।তারা খেয়াল রাখতে পারেনা।আব্বু চাচ্ছেন আমি যেন পড়াশোনাটা কম্পিলিট করে বিসিএস পরীক্ষা দেই।আমি পরিপূর্ণ পর্দা করি।আমার প্রশ্নটা হলো ,আমি যদি নিজেকে ফেতনা মুক্ত রেখে,সরকারী চাকরী করতে চাই সেটা কি জায়েজ হবে।আমি স্কুল,কলেজের পড়াশোনা পর্দা ঠিক রেখেই সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চাকুরী করা ছাড়া যদি আপনার ভরণ-পোষণের ব্যবস্থা না থাকে তাহলে অভিভাবকের অনুমতি নিয়ে চাকুরী করতে পারেন। বিয়ের পরে স্বামীর অনুমতি নিতে হবে। বাইরে কাজ করা মূলত পুরুষদের কাজ। বিশেষ জরুরী পরিস্থিতিতে মেয়েরা পূর্ণ পর্দার সাথে বাইরে কাজ করতে পারে। বিস্তারিত জানতে আমাদের দেয়া 5387 নং প্রশ্নের উত্তর দেখুন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।