একদিন জুমার নামাজের সময় ইমাম সাহেব ভুল করেন, সাথে সাথে কিছু মুসল্লী তকবির দেয় এবং ইমাম সাহেব শেষ বৈঠকে সেজদাহে সাহু দিয়ে দিয়ে নামাজ শেষ করেন। কিন্তু সালাম ফিরানোর পরে কিছু মুসল্লী নামাজ দ্বিতীয় বার পড়তে জোর করে এবং ইমাম তাদের কথায় দ্বিতীয় বার নামাজ পড়ান। আমি দ্বিতীয় বার নামাজ পড়ি নাই।