প্রোস্টেটের সমস্যার জন্য আমি পেশাব আটকে রাখতে পারি না। কখনো কখনো বাথরুমে যেতে যেতেই কিছুটা পেশাব বের হয়ে পড়ে। এমতাবস্থায় বাড়ি থেকে দূরে থাকা কালে কাপড়ে অনিচ্ছাকৃতভাবে কিছুটা পেশাব লাগলে এবং সাথে অন্য কোন কাপড় না থাকলে এবং বাসায় ফিরতে নামাজের ওয়াক্ত পাওয়া যাবে না। এমন ক্ষেত্রে কি নাপাক কাপড়েই নামাজ পড়বো? নাকি বাসায় ফিরে কাজা নামাজ পড়বো?