আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমি একটি সাবস্টেশন কোম্পানিতে চাকরি করি। যেখানে ট্রান্সফরমার বানানো ও বিক্রি করা হয়। গত একমাসে আমি বেশ কিছু বিষয় লক্ষ্য করলাম। যেমন- একটা কাজ পাওয়ার জন্য সাইট ইন্জিনিয়ারিং বা ভবন/প্রতিষ্ঠানের মালিক, বিদ্যুৎ অফিসের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে থাকে। বলে যে এগুলা অফার না করলে কাজ পাওয়া যায় না। আরেকটি বিষয় হলো এরা জিনিসেও কম বেশি দেয়। যেমন- একটি ট্রান্সফরমারে মালে, তেলে, ওজনে ও বিভিন্ন বিষয়ে কমবেশি করে, কারচুপি করে গ্রাহককে বুঝ দেয়। এছাড়া মিথ্যা কথার প্রচলন, কথার ও কাজের হেরফের করা সহ কোম্পানির কেউ নামাজ পড়ে না আর মসজিদ দূরে হওয়ায় ঠিক মতো জামাতে নামাজ পড়তেও অসুবিধা হয়।
এখন আমার প্রশ্ন হলো, এতো সমস্যা যেখানে, যেখানে হালাল-হারাম ও বিভিন্ন দিক নিয়ে সংশয় আছে সেখানে কাজ করা বৈধ হবে কি না? আমার আয় কি হালাল হবে?
উল্লেখ্যঃ আমি ফ্যাক্টরির কাজ যেমন ট্রান্সফরমারের কোয়ালিটি চেক, অফিসিয়াল বিভিন্ন কাজ করে থাকি। কোয়ালিটি চেকের ক্ষেত্রে ভুল বা হেরফের থাকলেও যদি উপরের প্রেশারে ক্লিয়ারেন্স রিপোর্ট দিতে হয় তাহলে এর হুকুম কি? যদিও এখন আমার পারিবারিক কারণে কাজটাও খুব দরকার এবং আমি বিকল্পও খুঁজছি।