As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7373

গুনাহ

প্রকাশকাল: 2 Dec 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,।
একজনের বাবা এবং বোন যেনায় জরিত ১৫ বছর যাবত সে দেখছে। তার বোনের পেটে তার বাবার একটা সন্তানও হয় সেটাকে তারা এবর্সন করে।তার বোনের বিয়ে হয়ে গেছে মেয়েও আছে এখন ও তারা বাবা মেয়ে যেনা করে৷ এটা সে জানে যে এটা কেউ জানে না। এখন সে কি তার পরিবার থেকে আলাদা থাকবে। একজন দ্বায়ী বলেছে তার পরিবার তার জন্য হারাম।তাকে চলে যেতে বলছে। কিন্ত সে তো বলতেছে তারা যায় করুক তাদের মাঝেই তো জান্নাত।
তার পরিবারের সবাই প্রায় যেনাই লিপ্ত। তার বড় বোনের একটা মেয়ে আছে। হয়ত তার নানাই তার বাবা।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঐ ব্যক্তি অবিলম্বে ঐ পরিবার ছেড়ে চলে যাবে। এই পাপিষ্ঠ পরিবারে থাকলে সেও পাপী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সে অন্য কোথাও বসবাস করবে। এবং প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখারও দরকার নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।