আসসালামু আলাইকুম,।
একজনের বাবা এবং বোন যেনায় জরিত ১৫ বছর যাবত সে দেখছে। তার বোনের পেটে তার বাবার একটা সন্তানও হয় সেটাকে তারা এবর্সন করে।তার বোনের বিয়ে হয়ে গেছে মেয়েও আছে এখন ও তারা বাবা মেয়ে যেনা করে৷ এটা সে জানে যে এটা কেউ জানে না। এখন সে কি তার পরিবার থেকে আলাদা থাকবে। একজন দ্বায়ী বলেছে তার পরিবার তার জন্য হারাম।তাকে চলে যেতে বলছে। কিন্ত সে তো বলতেছে তারা যায় করুক তাদের মাঝেই তো জান্নাত।
তার পরিবারের সবাই প্রায় যেনাই লিপ্ত। তার বড় বোনের একটা মেয়ে আছে। হয়ত তার নানাই তার বাবা।