আমার পরিবারে আমরা তিনভাই।আমি সবার ছোট।আমার মা ৪ লক্ষ টাকা ঋণ করেছে বিভিন্ন সময়ে এখন আমার আব্বুর ইনকাম নাই।সাথে ভাইয়েরাও ঋণ দিতে পারবেনা।আমি সদ্য মাস্টার্স শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি।এমতাবস্থায় একসাথে আমার এত টাকা ঋণ দেওয়াও সম্ভব নয়। যেহেতু আমার অত ইনকাম নাই।টিউশনি করি নিজে চলার জন্য। আমি চাচ্ছিনা কোনভাবে লোনের সাথে সম্পর্কিত হতে কিন্তু মানুষ প্রতিদিন বাড়িতে এসে ঋণের টাকার জন্য নানাখারাপ ব্যবহার করে।অন্য কোনো উৎসও নেই যিনি আমাকে দিবে।এমতাবস্থায় আমি চাচ্ছি অল্প অল্প করে লোন নিয়ে ঋণ শোধ করতে আর লোনের টাকা টিউশন করে পরিশোধ করতে। এ সম্পর্কিত কোনো ফোতয়া থাকলে জানানোর অনুরোধ। এমতবস্থায় আমি কি করতে পারি
আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।