আসসালামুয়ালাইকুম, একটি মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছিলো। বিয়ের কথা বার্তা বলার জন্য আমার পরিবার মেয়ের বাসায় যায়। আমি আমার মায়ের দ্বারা মেয়ের পরিবারকে জানাই যে বিয়ের পর মেয়েকে পরিপূর্ণ পর্দা করতে হবে এবং পরপুরুষের সামনে যাওয়া যাবে না, বিয়ের আয়োজন ছোট হবে ( সুন্নাহ মোতাবেক) । পরবর্তীতে জানতে পারি মেয়ের পরিবার আমার এই কথাগুলো ভালো ভাবে নেয়নি। তারা বলে তাদের মেয়ে গরু নাকি যে একটা ছেলে এভাবে বেঁধে রাখে! এখন আমার পুরো পরিবার আমার বিপক্ষে, ভুল নাকি আমার ছিলো, আমার এগুলো শর্ত দেওয়া উচিত হয়নি! আমি পাগল, আমার কখনো বিয়ে হবে না এসব বলছে।
আসলেই কি আমার ভুল ছিল? আমার চাওয়া বিয়ের আগে এভাবে জানানো কি ভুল ছিল? আমি তো কোনো খারাপ চাওয়া রাখিনি!