As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7357

বিবাহ-তালাক

প্রকাশকাল: 29 Sep 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আমার বাবার অনুপ্সথিতিতে বিয়ে করি।আমার বাবা বা পরিবারের কেউ এখনো জানে না।ছেলের বাড়ির কেউও জানে না।তাদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ। এভাবে সবকিছু গোপন রাখা আর বারবার বলেও তাদের বাড়ি না করার কারণে  ১.৫ বছর পর এসব বিষয় নিয়ে ঝামেলা হওয়ার এক পর্যায়ে আমি তালাক চাই।সে অনেকক্ষন সহ্য করলেও পরে ফোন এ রাগের মাথায় আমাকে একসাথে তিন তালাক দেয়। এখন হানাফি মত বাদে বাকি তিন ইমামের মতে আর সালাফিদের মতে অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ না। আমারা যদি একসাথে থাকতে চায় বাকি তিন ইমামের মত কে প্রাধান্য দিয়ে অভিভাবক এর সম্মতিতে উপ্সথিতিতে  আবার বিয়ে করে একসাথে থাকা জায়েজ হবে কি? নাকি গুনাহগার হব? বাকি তিন ইমামের মত নিয়ে চলা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যখন বিবাহ করেন তখন কোন মতবাদে বিশ্বাসী হয়ে বিয়ে করেছিলেন, তা স্পষ্ট লেখেন নি। নিশ্চয় হানাফী মতবাদ। তালাক যখন দেয় তখনও এই মাতবাদেই তালাক দিয়েছে। কারণ বিয়ে হয়েছে বিশ্বাস আছে বলেই তো তালাক দিয়েছেণ তাহলে এখন তালাকের বিষয়ে সেই মতবাদ অনুযায়ী ফয়সালা নিতে আপত্তি থাকবে কেন? বিপদে পড়ে মতবাদ পাল্টানো যাবে না।  এভাবে যখন যা মন চায় সেই মতবাদ মেনে ইসলামকে হাসির পাত্র বানানো যাবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।