As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7356

জাদু-টোনা

প্রকাশকাল: 20 Sep 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার স্বামী আর আমার মধ্যে ছোটখাটো তুচ্ছ বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে যায়।পরে এটা আমরাও বুঝতে পারি যে সামান্য বিষয় নিয়ে এমন না হলেও পারতো।আবার উনি অনেক অসুস্থ থাকেন আর ডাক্তার দেখালে অনেক টেস্ট দেন কিন্তু  ওনার রোগ পাওয়া যায় না। এমতাবস্থায় আমাকে একজন বলেছেন কোনো ভালো হুজুরের পরামর্শ নিয়ে রুকাইয়া করে দেখতে। আমাকে এক আআত্মীয় একজনের ঠিকানা দেন, আমি জানতে পারি উনি নাকি জীন হাজিরা দিয়ে তারপর স্বপ্নের মাধ্যমে  জানবেন কেউ কি আমাদের উপর জীন দিয়ে জাদু করেছেন কিনা।এখন এটা কি আদৌ ঠিক কিনা আমার জানা নেই। এইরকম করলে কি এটা কুফরি হবে? বা আমি কি এটা বিশ্বাস করলে শিরক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তার কাছে যাবেন না। জ্বীন-পরি বাদে যারা দুআর মাধ্যমে ঝাড়ফুঁক করে তাদের কাছে যাবেন। আর ধীর স্থীরভাবে কাজ করবেন। কিছু করে পরে লজ্জিত হওয়ার চেয় চিন্তা ভাবনা করে কাজ করা উত্তম।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।