মায়ের সাথে কোন ভাই খারাপ ব্যবহার করলে অন্য ভাইরা তার সাথে কথাবার্তা না বললে অথবা ভালো সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? উল্লেখ্য যে, ভাই তাকে মায়ের কাছে মাফ চাইতে বললেও সে চায়নি, এমতাবস্থায় সেই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হলে গুনাহ হবে কিনা?
উত্তর
জ্বী, তার সাথে এমন আচরণ করতে হবে যেন সে বুঝতে পারে মায়ের সাথে খারাপ আচরণের কারণে তার সাথে এমন আচরণ করছে। এতে তার ফিরে আসার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে যদিঅন্য ভাইয়েরা কিছু দিন কথা না বলে থাকে তহালে সমস্যা নেই। তবে তাকে একেবারে বয়কট করে পরিস্থিতি আরো জটিল করা উচিৎ হবে না।