শায়েখ ব্যাংকে টাকা ফিক্সড করে রাখলে তারা কিছু লাভ দেয় সেই লাভ কি গ্রহন করা যাবে?অনেকে বলে এটা সুধ হয়।কিন্তুু ব্যাংকে টাকা ফিক্সড করতে গেলে তারা নির্দিষ্ট সময় দেয় ৩বছর, ৫ বছর এমন। তারা তো এই সময় আমার টাকা তাদের কাজে লাগায়, তাহলে কি এমন হচ্ছে না যে তাদের টাকা লাগানোর বিনিময়ে আমাকে লাভ দেয়। আর যদি না নেওয়া যায় সেই টাকা অন্য গরিব দুঃখীকে দিলে আমার পাপ হবে।দয়া করে আমার সব প্রশ্নের উত্তর দিলে উপকার হত।