আমার নানির কোনো ছেলে নেই ২ টা মেয়ে। আমার খালা আমার নানিকে দেখে না কোনো খরচ দেয় না আমার আম্মুর উপরই সব দায়িত্ব। নানির ঔষধ এর পেছনে অনেক টাকা লাগে। আমার আব্বুরও কোনো কাজ নেই, সবসময় আর্থিক সমস্যা থাকে। এমতাবস্থায় আমার আম্মু ২-৩ বছর আগে নানির নামে একটু জমি ছিল সেটা বিক্রি করে টাকা ব্যাংকে রাখে সেখান থেকে যে পরিমান লাভ আাসে তা থেকে নানির ঔষধ খরচ চালায় আর বাকি টাকা গুলো যাকাত দিয়ে দেয়। এখন কি আম্মুর গুনাহ হবে এই অবস্থায় সুদ এর??