As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7347

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Sep 2025

প্রশ্ন

আস্সালামুআলাইকুম।

আমার ছোটো বেলা থেকে স্বপ্ন ছিল যে আমি বিদেশ এ পড়তে যাবো। সেই প্ল্যান অনুযায়ী সব কিছু চলছিল। এমনকি আমার আব্বু আমার বিদেশ যাওয়ার সব টাকা ম্যানেজ করে রাখছে। তো আমি এই বছর অর্থাৎ ২০২৫ সালে এইচ এস সি পরীক্ষার পরপর ই IELTS এ ভর্তি হয়ে যায়। কিন্তু আমার আম্মু আমার এই জার্নিতে শুরু থেকেই রাজি ছিল নাহ। আমি IELTS এ ভর্তি হওয়ার পরে আমার আম্মু একপ্রকার পাগল হয়ে গেছে। এমন কি সে আমার পা পর্যন্ত জড়াই ধরছে যাতে আমি না যায়। সে আমার যেতে দিতে চাই নাহ।  কিন্তু আমার দু চোখ ভরা স্বপ্ন যে আমি বাইরে পড়তে যাবো। আমার ফ্যামিলির বাকি সবাই রাজি আছে। এখন আমি কি করতে পারি। আমি নিজে ও frustrated হয়ে গেছি। দয়া করে আমাকে সিদ্ধান্ত নিতে সাহার্য করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন এসব পড়াশোনা ফরজ-ওয়াজিব কিছু নয়। এই স্বপ্ন পূরণ না হলেও দুনিয়া-আখেরাতে এর তেমন কোন প্রভাব পড়বে না। সুতরাং আপনি আপনার মায়ের চাওয়াকে প্রাধ্যান্য দিয়ে দেশে থাকুন, দেশেই পড়াশোনা করুন। মাকে এভাবে রেখে বিদেশে যাওয়ার এখতিয়ার আপনার নেই। সন্তানের প্রতি বাবা-মায়ের অধিকারের প্রতি লক্ষ্য রেখে তাদের কাছে থাকুন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।