As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7345

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Sep 2025

প্রশ্ন

আমার বয়স ১৬ এর মত। আমি ইসলামিক মাইন্ডেড। কাকতালীয় ভাবে আমার একজন এর সাথে সম্পর্ক হয়ে যায় এবং সে ভালো মেয়ে ইসলামিক। শুধু এই দিকে দুর্বল। সে বিভিন্ন কারণে তার বাবা-মায়ের কাছে নির্যাতনের শিকার। আমার কী করা উচিৎ।

উত্তর

বিবাহপূর্ব এই সম্পর্ক সম্পূর্ণ হারাম। শয়তান অনেক সময় ভাল সেজে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা শয়তানের চক্রান্তের শিকার। সুতরাং এখনই এটা থেকে বের হয়ে সেই মেয়ের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দিবেন। সেই মেয়ের দায়িত্ব তার পিতা-মাতার, তার পরিবারের। আপনার ওপর কোন দায়িত্ব নেই। তার বিষয়ে কোন চিন্তা করার অধিকারও  আপনার এখন নেই।