As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7340

জায়েয

প্রকাশকাল: 7 Sep 2025

প্রশ্ন

মাজারে হামলা এবং মাজার অনুসারী কারো লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ইসলাম কি সমর্থন করে?

উত্তর

না, কারো লাশ পুড়িয়ে দেয়া ইসলাম সমর্থন করে না। মুসলিমরা নিজেদের লাশ দাফন করবে। অন্য ধর্মের লোকেরা কী করবে সেটা তাদের ব্যাপার।  আইন হাতে তুলে নেওয়াও ইসলাম সমর্থন করে না। এভাবে মাজার বানানো, সেখানে গান বাজনা করা, শরীয়াহ অনুমোদিত নয় এমন অনুষ্ঠান করা এগুলোও ইসলাম সমর্থন করে না। কারো নামের সাথে “পাগলা” বা এজাতীয় বিশেষণ যোগ করাকে কুরআনে নিষেধ করা হয়েছে। ইসলামের নাম দিয়ে শরীয়াহ অনুমোদিত নয় এমন যে কোন কাজকে বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব, তবে সেটা আইনের মধ্যে থেকে করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন অতিষ্ঠ করা যাবে না।