As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7343

জাদু-টোনা

প্রকাশকাল: 7 Sep 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার স্বামীর বয়স ৩৫।তিনি অনেক অসুস্থ থাকে, মাথা ঘোরায় ,অল্পই হাঁপিয়ে যায়, একটু পরিশ্রমে অনেক দুর্বল হয়ে পরেন এমনও হয় যে বিছানা ছেড়ে উঠতে পারেন না। তার ঘুমেরও অনেক সমস্যা, ঘুমের ঔষধ ছাড়া ঘুমাতে পারেন না।ছেলে মানুষ হিসেবে উনি অনেক কম পরিশ্রমী একটু হাঁটলেও ক্লান্ত  হয়ে যায়। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক টেস্ট ও করানো হয়েছে,।কিন্তু কোনো রোগ পাওয়া যায় নি।এখন এটা কি কোনো জাদুর কারণে হতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কোন রোগ যদিনা পাওয়া যায় তাহলে যাদুর কারণে এমন হতে পারে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিলে সুস্থ হওয়া সম্ভব।