As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7329

গুনাহ

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

আমি একজন এইচএসসি পরীক্ষার্থী। আমার স্বপ্নে মাঝে মাঝেই সমকামীদের যৌনসঙ্গম সহ নানা নগ্ন দৃশ্য আসে, আমার ভেতরেও একটা অন্যরকম অনুভুতি কাজ করে,আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যেন এই সমস্যা থেকে মুক্তি পাই।কিন্তু এখনো আমি হতাশ। চার পাচ মাস ধরে এই সমস্যায় ভুগতেছি। আমার অনিচ্ছাকেও এরকম অশ্লীল ও নগ্ন দৃশ্য কল্পনায় চলে আসতেছে। আমি নানা দিকে নিজের মনকে শোনানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আমার ভয় হচ্ছে আমি যদি কোনদিন নিজের কাবু করে ফেলি তাহলে আমি ভয়ানক পাপ করে ফেলবো। তাই আমি সিদ্ধান্ত নিছি, সমকামিতার মতো জিনাহ্ এর থেকে বাচাতে আমি আত্মহত্যা করতে চাই। এটা ছাড়া নিজের শরীর আমার নিয়ন্ত্রণের বাহিরে ভয়ানক নগ্ন চাহিদা মিটানোর চেষ্টা করবে, যা আমি কখনোই হতে দিতে চাই না। আপনি কি আমায় সিদ্ধান্তকে সমর্থন করেন??

উত্তর

না, আপনার সিদ্ধান্ত একেবারই সঠিক নয়। আপনাকে ভাল পরিবেশে থাকতে হবে। যেখান গুনাহ করার কোন সুযোগ থাকে না, সেই পরিবেশে থাকতে হবে। প্রয়োজনে পড়াশোনা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। খারাপা বন্ধুদের সাথে ওঠাবসা, চলা-ফেরা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। বাটন মোবাইল ব্যবহার করবেন। অ্যান্ড্রুয়েড ফোন একদম ব্যবহার করা যাবে না। দীর্ঘ  দিনের জন্য তাবলীগের চিল্লায় যেতে পারেন। অথবা বিবাহ এখনই করে ফেলে পূর্ণরূপে সংসারে মন দিন।  এভাবে চলতে থাকুন আর নিয়মিত জামাতে নামায আদায় করে আল্লাহর কাছে দুআ করতে থাকুন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। প্রয়োজনে ফোন করবেন 01734717299