As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7318

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Jun 2025

প্রশ্ন

Assalamu Alaikum. আমি ২৬ বছর বয়সী একজন মেয়ে, আমি সামরিক বাহিনী তে চাকরি করি। আমি বিয়ে করা ব্যতীত চাকরি ক্ষেত্রে হিজাব পরার অনুমতি পাবোনা। আমি একজন কে পছন্দ করি এবং তাকে এ বিষয়ে জানানোর পরে সে তার পরিবারের পক্ষ থেকে আমার বাবা মা কে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার বাবা মা তাদের অর্থ সম্পদ এবং তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে তাদের কে অপমান করে। কয়েকমাস পরে আমার বাবা মারা যান, এবং সে সময় একমাত্র তিনি আমার মা আর বোনের সাথে হাসপাতালে অবস্থান করেন। আমার বোন তাকে একজন ছেলে হিসেবে পছন্দ করে এবং আমাকে কথা দেন যে আমি জাহাজে চলে যাওয়ার আগে আমার বিয়ের ব্যবস্থা করবেন। পরবর্তীতে আমার জাহাজে যাওয়ার সময় ঘনিয়ে আসলে আমার বোন তার কথা পরিবর্তন করে বলেন, ছেলে সরকারি চাকরি না করা পর্যন্ত বিয়ে দিবেন না। আমি আপনাদের সাথেই পূর্বে এ বিষয়ে আলোচনা করেছিলাম এবং আপনারা বলেছিলেন আমি যেন অন্য আত্মীয় দের নিয়ে বিয়ের ব্যবস্থা করি। সেটা যখন করতে যাই, তখন আমার মা হুমকি দেন যে সে বাড়ি থেকে বেরিয়ে যাবেন এবং আমার বিয়ে স্থগিত করতে বাধ্য করেন। পরবর্তীতে আমার বাবার মৃত্যুর পরে আমার এখন যিনি গার্জিয়ান, আমার বড় দুলাভাই, তিনি বলেন, আমার যদি পর্দা পালনে অসুবিধা হয়, তাহলে যেন আমি চাকরি ছেড়ে দেই, এবং প্রায় ১০-১২ লাখ টাকার যে ক্ষতিপূরণ সেটা উনি দিবেন। অথচ, আমার বোনের বিয়ের ১৪-১৫ বছর সময়েই তিনি আমার বোনকেই যথেষ্ট টাকা পয়সা দেননাই সন্তান লালন পালনের জন্যে এবং আমার বোনের নিজে চাকরি করে সংসারে কন্ট্রিবিউট করতে হয়েছে। তারা আমার বিয়ে দেয়ার থেকে চাকরি ছাড়াকে ভালো সমাধান মনে করছেন, আমারো চাকরি ছাড়তে কোনো সমস্যা নেই, যদি আমার দুলাভাই আমার দায়িত্ব নেন, কিন্তু আমি তাকে কী করে বিশ্বাস করবো, যে সে আমার দায়িত্ব নিবে, আর কোন ভরসায় চাকরি ছাড়বো, যেখানে সে নিজের পরিবারের প্রতিই যথেষ্ট দায়িত্বশীল নন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একজন মেয়ের জন্য পর্দা আবশ্যক। সুতরাং যে কোন কাজ করার আগে তাকে দেখতে হবে সেই কাজ সে পূর্ণ পর্দাসহ করতে পারবে কিনা। এটা খেয়াল না করে কাজ শুরু করার অর্থ  হলো ধর্ম তার কাছে মামুলী বিষয়। টাকা-পয়সা মূল। দুলাভাই আপনার শরয়ী অভিভাবক নয়। আপনার দায়িত্বও তার ওপর নয়। সে দায়িত্ব নিলেও তার ওপর দায়িত্ব বর্তাবে না। আপনার বক্তব্য থেকে বুঝা যায় যে, আপনার পুরো পরিবার  অতিলোভী, ধর্মীয় জ্ঞানে পুরোপুরি অজ্ঞ। টাকা-পয়সা আর দুনিয়ার ভোগ বিলাস আপনাদের কাছে মূখ্য, ধর্ম অতি নগন্ন তুচ্ছ বিষয়। যার কারণে এই চতুর্মূখী সমস্যা। উপযুক্ত বয়সে আপনার বিয়ে না হওয়ারও কারণ এটাই। সুতরাং আমাদের কাছে আপনার সমস্যার কোন সুষ্ঠ সমাধান নেই। বিশেষ করে আপনার মা, সে তো খুবই বুদ্ধিমান। তার বুদ্ধির কাছে তো সবাই অসহায়। এতো বুদ্ধিমান মানুষের কাছে আমাদের পরামর্শ কোন কাজে আসবে না। আপনি নিজের মতো করে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে 01762629405 ফোন করবেন। এশার পর।