As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7317

নামায

প্রকাশকাল: 29 Jun 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,  আমি শুনেছি, যে ইমামের তিলাওয়াত যদি অশুদ্ধ হয় এবং তার পিছে যদি মুসল্লিরা কেউ শুদ্ধ তেলাওয়াত করতে পারে তাহলে নাকি তার নামাজ হয় না । দয়া করে এই বিষয়টি সম্পর্কে বলবেন।

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি ঠিকই শুনেছেন। অশুদ্ধ তেলাওয়াতকারীর পিছনে শুদ্ধ তেলাওয়াতকারীর নামায সহীহ হবে না। সুতরাং ইমাম সাহেবের তেলাওয়াত শুদ্ধ না হলে তার পিছনে আপনি নামায আদায় করবেন না। অন্য মসজিদে শুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামায আদায় করবেন।