As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7268

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমাদের এলাকায় ইমাম সাহেব নামাজে সালাম ফিরিয়ে শুধু আস্তাগফার পড়ে হাত তুলে মোনাজাত শুরু করেন। আমি সালাম ফিরিয়ে মসনুন দোয়া গুলি পাঠ করি তাতে ইমামের পিছনে দোয়া করার সময় পাই না। আমি কি আগে ইমামের পিছনে হাত তুলে মোনাজাত করে নিয়ে মাসনুন দোয়া গুলো পরে পড়ে নিতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আগে মাসনূন দুআ পড়া শেষ করবেন। এরপর নিজে নিজে মুনাজাত করবেন। ইমামের সাথে মুনাজাতে অংশ নেয়ার প্রয়োজন নেই।