আসসালামু আলাইকুম, আমাদের এলাকায় ইমাম সাহেব নামাজে সালাম ফিরিয়ে শুধু আস্তাগফার পড়ে হাত তুলে মোনাজাত শুরু করেন। আমি সালাম ফিরিয়ে মসনুন দোয়া গুলি পাঠ করি তাতে ইমামের পিছনে দোয়া করার সময় পাই না। আমি কি আগে ইমামের পিছনে হাত তুলে মোনাজাত করে নিয়ে মাসনুন দোয়া গুলো পরে পড়ে নিতে পারবো?