As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7269

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 4 May 2025

প্রশ্ন

একই কাপড়ে আগে মযী ও পরে বীর্য মোছার ফলে কাপড়টা ভিজে যায়। ভুলে সে ভেজা কাপড়টা রুমের ভিতরে কাপড় শোকানোর রশির উপরে রাখি।পরে হাতে পানি নিয়ে বা হাত পানিতে ভিজিয়ে সে রশিটা মুছে ফেলি।এতে কি রশিটা পবিত্র হয়ে গেছে  এবং সে রশিতে শোকানো কাপড় পবিত্র হবে?….
রশিটা মোছার সময় পানি ছিটকে কয়েকটা পানির ফোটা শুকনা জামাকাপড়ে পড়ে।কিন্তু সে পানি শুকিয়ে কোন দাগ সৃষ্টি করেনি।এতে কি জামাকাপড়গুলো পবিত্র আছে?

উত্তর

না, শুধু ভিজা হাতে মুছ দিলে রশি পবিত্র হবে না। পবিত্র করতে হলে তিনবার ধৌত করতে হবে। প্রতিবার ধোয়ার পর ভাল করে চিপতে হবে। আর নাপাক পানির ফোটা শুকনা কাপড়ে পড়লে শুকনা কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। সুতরাং এই কাপড়ও ভাল করে ধুয়ে পবিত্র করতে হবে।