As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7259

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 Apr 2025

প্রশ্ন

আমি একটা ঘটনা শেয়ার করতে চাই যে আমি এমন একজনকে পছন্দ করি যার সবকিছু আমার এবং আমার মায়ের সাথে মিলে যায় এবং আমরা দুজনেই পড়াশোনায় একই লেনের এবং প্রায় সবকিছুই মিলে যায়। তাই আমার মনে হয় আমরা পেশাগতভাবে এবং পারিবারিকভাবে একে অপরকে বুঝতে পারব কিন্তু মূল সমস্যা হল আমার বাবা-মা তাকে দেখতে আগ্রহী নন। আমি আমার বাবা-মাকে কেবল তার সাথে দেখা করতে বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে সে আমার জন্য কেমন, কিন্তু তারা তা করছে না। তারা কেবল তাদের অহংকার ধরে রেখেছে এবং আমার সাথে একমত হচ্ছে না। আমি কেবল নিজের ইচ্ছায় বিয়ে করতে চাই এবং এটি আমার জীবন যা আমি নিজের হতে চাই এবং আমি চাই আমার পরিবারও এর অংশ হোক। কিন্তু তারা রাজি হচ্ছে না। আমি বসে আমার বাবা-মায়ের সাথে আলোচনা করেছি কিন্তু তারা কেবল চায় না। এবং আমিও তাকে বিয়ে করতে চাই যা সে চায়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি আপনি আমাকে কথা বলে বা আমার পরিবারকে কিছু পরামর্শ দিয়ে সাহায্য করেন।

উত্তর

যুবক শ্রেণীর ছেলে-মেয়েরা বিবাহের ক্ষেত্রে অধিকাংশ সময় সঠিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেত অপারগ। তাই বিবাহের বিষয়টি পরিববার বা অভিভাবকদের ওপরে ছেড়ে দিতে হবে। অভিভাবকরা পাত্র-পাত্রী দেখেবে, পছন্দ করবে। বড় কোন সমস্যা না থাকলে ছেলে-মেয়েরা তাদের সিদ্ধান্ত মেনে নিবে, এটাই সংসারের শান্তি ও স্থায়িত্বের জন্য অধিকতর মঙ্গলজনক। সুতরাং আপনি ঐ মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এক মুহুর্তও এই হারাম সম্পর্কে থাকতে পারবেন না। এরপর পরিবারের পরামর্শ অনুযায়ী বিবাহ করবেন। এটাই আমাদের পরামর্শ।