As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7222

মসজিদ

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

গতকাল আমাদের মসজিদে একটি ইসলামী দলের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল। এজন্য তারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত অনেক বিষয়ে ওয়াজ নসিহত করে এবং তাদের দলীয় বক্তব্য মসজিদের ভেতরে দেয়।
এখন আমার প্রশ্ন হল মসজিদের ভেতর দলীয় বক্তব্য দেওয়া কি ঠিক না বেঠিক?

উত্তর

দলীয় কী বক্তব্য দিয়েছে সেটা লিখে পাঠাবেন, তাহলে উত্তর দেয়া যাবে। যদি বক্তব্য দেয়, মানুষের তৈরী আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে তাহলে এমন দলীয় বক্তব্য মসজিদে বা মসজিদের বাইরে কোথাও জায়েজ নেই। যদি বলে আল্লাহর আইন দিয়ে চালাত হবে। তাহলে মসজিদের ভিতরে বাইরে সব জায়গাতে জায়েজ। সুতরাং কী বক্তব্য দিয়েছে সেটা লিখে পাঠাবেন। দ্বিতীয়ত যে বক্তব্য মসজিদের বাইরে জায়েজ সেটা ভিতরেও জায়েজ। যেটা বাইরে না জায়েজ সেটা ভিতরেও না জায়েজ। তবে মসজিদ পবিত্র জায়গা, আল্লাহর ঘর। মসজিদের পবিত্রতা রক্ষা করে কাজ করতে হবে।