As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7226

বিবাহ-তালাক

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

স্বামী যদি তালাকের আলোচনার সময় তালাকের নিয়তে ‘তুমি কি চাও’ এরকম কথা স্ত্রীকে জিজ্ঞাসা করে তাহলে কি তালাক হবে?

উত্তর

তালাক কি খুব মিষ্টি-সুখকর বিষয় যে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। বিকৃত মস্তিস্কের স্বামী-স্ত্রীরাই তালাক নিয়ে খোশ-গল্প করে। সুস্থ মস্তিস্কের কেউ এই নিয়ে আলোচনা করতে পারে না। সুতরাং কোন দিন এই বিষয় নিয়ে আলোচনা করবেন না। ‘তুমি কি চাও’ একথা বলার দ্বারা তালাক হয় না।