তিনবার ধৌত করা সুন্নাত। তবে যদি তিনবারের কম ধৌত করেও নিশ্চিত হওয়া যায় যে, কাপড়ে নাপাক থাকার সম্ভাবনা নেয় তাহলে কমবার ধৌত করলেও সমস্যা নেই। তদ্রুপ তিনবার ধৈৗত করার পরও যদি মনে হয় কাপড় নাপাক লেগে থাকার সম্ভাবনা আছে তাহলে আরো বেশীবার ধৌত করে নিশ্চিত হতে হবে যে, কাপড়ে নাপাকি নেয়।