As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7235

পবিত্রতা

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

বালতিতে কাপড় ধোয়া সময় কি তিনবার ধৌত করা লাগবে তিনবার না ধৌত করলে কি  কাপড় পাক হবে না?

উত্তর

তিনবার ধৌত করা সুন্নাত। তবে যদি তিনবারের কম ধৌত করেও নিশ্চিত হওয়া যায় যে, কাপড়ে নাপাক থাকার সম্ভাবনা নেয় তাহলে কমবার ধৌত করলেও সমস্যা নেই। তদ্রুপ তিনবার ধৈৗত করার পরও যদি মনে হয় কাপড় নাপাক লেগে থাকার সম্ভাবনা আছে তাহলে আরো বেশীবার ধৌত করে নিশ্চিত হতে হবে যে, কাপড়ে নাপাকি নেয়।