হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। ছেলের মা আমার সাথে কথা বলতে চায় শুরুতেই সে আমাকে আমার গায়ের রং নিয়ে কথা শোনায়। আমি একপর্যায়ে কান্না করে ফেলি। গুরুজন যখন এমন করে তখন কি করা উচিত। শেষ পর্যন্ত তার এই উক্তি নিয়ে আমাদের ঝামেলা হয় এবং বিয়ে ও ভেঙে যায়।আমার প্রশ্ন তাহলে কি আমার বিয়ে করা উচিত না কাউকে??