As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7209

রোজা

প্রকাশকাল: 3 Mar 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সিয়াম অবস্থায় ওজুর জন্য কুলি করলে মুখের ভিতর কিছু পানি লেগে থাকে। কেউ যদি ওই পানি থুথুর সাথে গিলে ফেলে তাহলে কি সিয়াম ভেঙে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুলি করার পর দৃশ্যমান কোন পানি লেগে থাকে না। সুতরাং থুতুর সাথে গিলে ফেলার কোন প্রশ্ন নেই। যদি মনে করেন লেগে আছে, তাহলে লেগে থাকা পানি গুলো বাইরে বের করে দিবেন। থুতুর সাথে পানি গিলে ফেলা যাবে না।