As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7210

নামায

প্রকাশকাল: 3 Mar 2025

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি। আমরা ৪ জন রুমে থাকি। এর মধ্যে ২ জন হিন্দু। হিন্দু ওদের টেবিলে ছোট মূর্তি ও মূর্তির ছবি রাখা আছে। এখন আমি অনেক সময় রুমে নামাজ পড়ি। এক্ষেত্রে কী কোনো সমস্যা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি কর্তৃপক্ষের কাছে আবেদন করুন যে রুমে এই ধরণের সমস্যা নেই তেমন একটি রুমে আপনার থাকার ব্যবস্থা করার। মূর্তির সাথে নামায, এটা অরুচিকর। নামায স্থানীয় মসজিদে আদায় করবেন। প্রয়োজনে পাশের রুমে যেখানে এরকম সমস্যা নেই সেই রুমে আদায় করবেন। বারান্দায়ও আদায় করতে পারেন। তবে স্থায়ী সমাধানের জন্য বিকল্প রুমের ব্যবস্থা করতে হবে।