আমাদের জাপানে প্রত্যেকবার সৌদি-আরবের সাথে ম্যাচ করে টার্কিশ মসজিদে রোযা শুরু হয়। আমিও গতবার সেইভাবেই রেখেছি, এইবারও এইটাই ইচ্ছা ছিল।
কিন্ত, এইবার অন্য মাজহাবের সাথে কনফিউশান হয়ে গেছে গ্রুপে সবাই বলছিল-চাঁদ দেখা যায় নি, ভেবেছিলাম টার্কিশ মসজিদেও হয়তো ১দিন পরেই রোযা রাখবে। কিন্ত টার্কিশ মসজিদ ঠিকই ১দিন আগে রোযা রেখেছে।
আমার করনীয় কি? ১ম রোযার কাফফারা দিব? নাকি কনফিউশান এর জন্য যে পরে শুরু করলাম, তাদের মাজহাবের সাথেই ঈদ করবো?