As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7213

রমযান

প্রকাশকাল: 6 Mar 2025

প্রশ্ন

আমাদের জাপানে প্রত্যেকবার সৌদি-আরবের সাথে ম্যাচ করে টার্কিশ মসজিদে রোযা শুরু হয়। আমিও গতবার সেইভাবেই রেখেছি, এইবারও এইটাই ইচ্ছা ছিল।

কিন্ত, এইবার অন্য মাজহাবের সাথে কনফিউশান হয়ে গেছে গ্রুপে সবাই বলছিল-চাঁদ দেখা যায় নি, ভেবেছিলাম টার্কিশ মসজিদেও হয়তো ১দিন পরেই রোযা রাখবে। কিন্ত টার্কিশ মসজিদ ঠিকই ১দিন আগে রোযা রেখেছে।

আমার করনীয় কি? ১ম রোযার কাফফারা দিব? নাকি কনফিউশান এর জন্য যে পরে শুরু করলাম, তাদের মাজহাবের সাথেই ঈদ করবো?

উত্তর

যাদের সাথে রোজা শুরু করেছেন তাদের সাথেই ঈদ করুন। সেখানকার অধিকাংশ মুসলিম যে মত অনুযায়ী রোজা-ঈদ করে সেভাবে করবেন। ধর্মীয় সকল বিষয়ে স্থানীয় অধিকাংশ মুসলিমদের সাথে থাকবেন।